Sunday, December 21, 2008

sDelete: Permanently Delete File in Windows

sDelete: Permanently Delete File in Windows

You need to use SDelete which, implements the Department of Defense clearing and sanitizing standard DOD 5220.22-M, to give you confidence that once deleted with SDelete, your file data is gone forever. Visit this page to grab sDelete (47KB).

It works on following Microsoft operating systems:

  • Client: Windows XP and higher.
  • Server: Windows Server 2003 and higher.

Once downloaded open command prompt by visiting Start -> Run -> Type cmd and press [Enter] key.

To delete all data stored in a file called c:\docs\finical.xls, enter:
sdelete -p 10 -z c:\docs\finical.xls

To delete all data and files stored in a directory (folder) called c:\docs\excel, enter:
sdelete -p 10 -z c:\docs\excel

sDelete Quick help:

Usage: sdelete [-p passes] [-s] [-q] 
sdelete [-p passes] [-z|-c] [drive letter]
-c Zero free space (good for virtual disk optimization).
-p passes Specifies number of overwrite passes.
-s Recurse subdirectories.
-q Don't print errors (quiet).
-z Cleanse free space.

Saturday, December 20, 2008

How to Stop AutoRun/AutoPlay

1. ===================
@Echo off
del c:\"Autorun.inf"/ah/s/q/f
del d:\"Autorun.inf"/ah/s/q/f
del e:\"Autorun.inf"/ah/s/q/f
del f:\"Autorun.inf"/ah/s/q/f
del g:\"Autorun.inf"/ah/s/q/f
del h:\"Autorun.inf"/ah/s/q/f
del i:\"Autorun.inf"/ah/s/q/f
del j:\"Autorun.inf"/ah/s/q/f
del k:\"Autorun.inf"/ah/s/q/f

--------********-----------

উপরের লেখাগুলোকে একটা নোটপ্যড এ পেস্ট করে dell all(অথবা যা খুশি).bat নামে সেভ করে ডাবল ক্লিক করুন, তার পরে আপনার পিসি রি স্টার্ট করুন,
সব ঠিক হয়ে যাবে।

বি.দ্র. উপরের লাইন গুলোতে ৯ টা ড্রাইভ আছে, আপনার ড্রাইভ যে পর্যন্ত আছে, তার নিচের ড্রাইভ গুলো কপি না করলে ও চলবে।

02. ===================
পেনড্রাইভে বা কোনো ড্রাইভে যদি কোনো ভাইরাস থেকে থাকে আর সেই ড্রাইভটি যদি ডাবল ক্লিক করে খোলার চেষ্টা করা হয়, তবে ভাইরাসটি অ্যাকটিভেটেড হয়ে যায়। তাই মনে রাখবেন, যেকোনো ড্রাইভ রাইট ক্লিক করে open দিয়ে খুলবেন। আপনার পেনড্রাইভটিতে যে ভাইরাস আছে, সেগুলো থেকে মুক্তি পেতে আপনার পিসিতে পেনড্রাইভ ড়ঢ়বহ করার আগে কিছু কাজ করে নিন। ডেস্কটপে myAntivirus নামে একটি ফাইল তৈরি করুন যার এক্সটেনশন থাকবে .bat অর্থাৎ আপনার পুরো ফাইলটির নাম হবে myAntivirus.bat। এবার ফাইলে রাইট ক্লিক করে edit option সিলেক্ট করুন।
এবার লিখুন:



cd X:
cd
del *.exe /ah /s /q /f
del *.inf /ah /s /q /f
del "New Folder.exe" /s /q /f
del *.bat /ah /s /f /q
del *.cmd /ah /s /q /f
explorer X:

=========================


এখানে X হলো আপনার পিসিতে পেনড্রাইভ প্রবেশ করালে যে ডিরেক্টরিতে সেটি পাওয়া যায় সেটি যেমন ও কিংবা J । এবার ফাইলটি save করে রাখুন। আপনি যখনই আপনার পিসিতে পেনড্রাইভ প্রবেশ করাবেন, তখনই পেনড্রাইভ ক্লিক করে open না করে বরং এ file ডাবল ক্লিক করুন। দেখবেন পেনড্রাইভ open হয়েছে কিন্তু কোনো ভাইরাস নেই। মনে রাখবেন পেনড্রাইভে যাতে কোনো হিডেন *.exe ফাইল না থাকে।

Wednesday, December 3, 2008

উইনডোজে ফোল্ডার লক করেন

আর কয়েকটা কোড পাইলাম, এরা ফোল্ডারকে লক করে , কিন্তু আইকন চেঞ্জ করে না, কিন্তু ফোল্ডারকে ঠিকই লক করে, ক্লিক করলে কিছুই ওপেন হয় না, রাইট ক্লিক করে এক্সপ্লোর দিলেও না।

Nothing.{6e65cbc0-926d-11d0-8e27-00c04fc99dcf}
Nothing.{6e65cbc1-926d-11d0-8e27-00c04fc99dcf}
Nothing.{6e65cbc5-926d-11d0-8e27-00c04fc99dcf}
Nothing.{1B53F360-9A1B-1069-930C-00AA0030EBC8}
Nothing.{88895560-9AA2-1069-930E-00AA0030EBC8}