1. ===================
@Echo off
del c:\"Autorun.inf"/ah/s/q/f
del d:\"Autorun.inf"/ah/s/q/f
del e:\"Autorun.inf"/ah/s/q/f
del f:\"Autorun.inf"/ah/s/q/f
del g:\"Autorun.inf"/ah/s/q/f
del h:\"Autorun.inf"/ah/s/q/f
del i:\"Autorun.inf"/ah/s/q/f
del j:\"Autorun.inf"/ah/s/q/f
del k:\"Autorun.inf"/ah/s/q/f
--------********-----------
উপরের লেখাগুলোকে একটা নোটপ্যড এ পেস্ট করে dell all(অথবা যা খুশি).bat নামে সেভ করে ডাবল ক্লিক করুন, তার পরে আপনার পিসি রি স্টার্ট করুন,
সব ঠিক হয়ে যাবে।
বি.দ্র. উপরের লাইন গুলোতে ৯ টা ড্রাইভ আছে, আপনার ড্রাইভ যে পর্যন্ত আছে, তার নিচের ড্রাইভ গুলো কপি না করলে ও চলবে।
02. ===================
পেনড্রাইভে বা কোনো ড্রাইভে যদি কোনো ভাইরাস থেকে থাকে আর সেই ড্রাইভটি যদি ডাবল ক্লিক করে খোলার চেষ্টা করা হয়, তবে ভাইরাসটি অ্যাকটিভেটেড হয়ে যায়। তাই মনে রাখবেন, যেকোনো ড্রাইভ রাইট ক্লিক করে open দিয়ে খুলবেন। আপনার পেনড্রাইভটিতে যে ভাইরাস আছে, সেগুলো থেকে মুক্তি পেতে আপনার পিসিতে পেনড্রাইভ ড়ঢ়বহ করার আগে কিছু কাজ করে নিন। ডেস্কটপে myAntivirus নামে একটি ফাইল তৈরি করুন যার এক্সটেনশন থাকবে .bat অর্থাৎ আপনার পুরো ফাইলটির নাম হবে myAntivirus.bat। এবার ফাইলে রাইট ক্লিক করে edit option সিলেক্ট করুন।
এবার লিখুন:
cd X:
cd
del *.exe /ah /s /q /f
del *.inf /ah /s /q /f
del "New Folder.exe" /s /q /f
del *.bat /ah /s /f /q
del *.cmd /ah /s /q /f
explorer X:
=========================
এখানে X হলো আপনার পিসিতে পেনড্রাইভ প্রবেশ করালে যে ডিরেক্টরিতে সেটি পাওয়া যায় সেটি যেমন ও কিংবা J । এবার ফাইলটি save করে রাখুন। আপনি যখনই আপনার পিসিতে পেনড্রাইভ প্রবেশ করাবেন, তখনই পেনড্রাইভ ক্লিক করে open না করে বরং এ file ডাবল ক্লিক করুন। দেখবেন পেনড্রাইভ open হয়েছে কিন্তু কোনো ভাইরাস নেই। মনে রাখবেন পেনড্রাইভে যাতে কোনো হিডেন *.exe ফাইল না থাকে।
No comments:
Post a Comment