সকলেই পার্টিশান ম্যাজিকের ম্যাজিক সম্পর্কে জানেন (Copy, move, resize, split, or merge partitions), কিন্তু এটি ফ্রি নয়। আর তাই জিপার্টেড (GParted) হতে পারে এর একটি অসাধারন বিকল্প (ওপেনসোর্স)।
আপনি চাইলে একে ইনস্টল করতে পারেন হার্ডডিস্কে, রাইট করতে পারেন সিডিতে কিংবা পেনড্রাইভে।
সিডিতে রাইট বুটেবল
ডাউনলোড করে নিন লেটেস্ট আইএসও ইমেজ। এবার ইমেজ ফাইলটি বার্ন করেন সিডিতে। ব্যাস আপনার বুটেবল সিডি তৈরী।
পেনড্রাইভে বুটেবল
০১। HP-USB Format tool দিয়ে ফরমেট করে নিন আপনার ইউএসবি ড্রাইভ, ফাইল সিসটেম-Fat or Fat32 ।
০২। ডাউনলোড করে নিন লেটেস্ট gparted জিপ ফরমেটে।
০৩। আনজিপ করেন সরাসরি আপনার পেনড্রাইভে।
০৪। এবার পেনড্রাইভের ভিতর প্রবেশ করে makeboot.bat ফাইলটি রান করেন।
আপনার লাইভ ইউসবি ড্রাইভ তৈরী। বায়োস কনফিগার করে নিন ইউসবি থেকে বুট করার জন্য।
এবার বুট করেন আপনার তৈরীকৃত লাইভ ইউসবি ড্রাইভ থেকে।
নোট: কখনই makeboot.bat ফাইলটি হার্ডড্রাইভ থেকে রান করবেননা, তাহলে আপনার মাসটার বুট রেকর্ড রিরাইট করে ফেলবে।
No comments:
Post a Comment