এর জন্য যা যা লাগবে:
১/ আর,পি,এম/ডেব প্যাকেজ ম্যানেজার
২/ জিসিসি কম্পাইলার
৩/ এলিয়েন সফটওয়্যার
কমান্ড লাইন থেকে ইন্সটল করার জন্য লিখুন
উক্তি: সব গুলো নির্বাচন করুন
apt-get install alien
অথবা সোর্স কোড থেকে ইন্সটল করার জন্য আপনাকে ডাউনলোড করতে হবে এই প্যাকেজটা
হয়ে গেল ইন্সটলেশন এবার কাজের পালা
ধরুন আমি ইংকস্পেস নামে একটি সফটওয়্যার ডাউনলোড করেছি আর,পি,এম ফরম্যাটে এটিকে যদি আমি ডেব ফরম্যাটে নিয়ে উবুন্টুতে ইন্সটল করতে চাই তাহলে আমাকে কমান্ড লাইনে গিয়ে টাইপ করতে হবে
# alien -i inkscape-2.1.3.rpm
সবশেষে ইন্সটল করার উপায়
dpkg -i inkscape-2.1.3.deb
No comments:
Post a Comment