Thursday, November 6, 2008

সেন্ডটু-

সেন্ডটু-র কোন গ্লোবাল সলিউশন নাই। তবে আপনি ইচ্ছা করলে নটিলাস-স্ক্রিপ্ট লিখতে পারেন। আমি একটা স্ক্রিপ্ট দেই। এটাকে আপনার পছন্দমত পরিবর্তন করে নিবেন।

টার্মিনাল খুলুন। তারপর নিচের কমান্ডগুলো একটা একটা করে রান করুন
কোড:

1. mkdir -p .gnome2/nautilus-scripts/sendto/
2. cd .gnome2/nautilus-scripts/sendto/
3. gedit usb &

এখন যে টেক্সট ফাইলটা (usb নামে) ওপেন হলো, সেখানে নিচের কোডটা লিখুন
কোড:

1. #!/bin/sh
2. cp -R $NAUTILUS_SCRIPT_SELECTED_FILE_PATHS /media/usb/

নাম্বারগুলো বাদ দিয়ে।

এবারে সেভ করে ফাইলটা বন্ধ করুন। টার্মিনালে লিখুন -
কোড:

1. chmod +x usb

এখন থেকে নটিলাসের রাইট ক্লিক মেনুতে একটা এন্ট্রি পাবেন -
scripts > sendto > usb

আপনার পছন্দের ফাইলগুলোর উপর রাইট ক্লিক করে এই এন্ট্রি সিলেক্ট করুন। ফাইলগুলো /media/usb/ ফোল্ডারে কপি হয়ে যাবে।

উল্লেখ্য /media/usb/ ফোল্ডারটা আপনার কম্পিউটারে যে নামে আসে সেই নামটা এখানে দিতে হবে। মানে পেন ড্রাইভ মাউন্ট করার পর /media/ ফোল্ডারে যে নামে পেন ড্রাইভটা পাওয়া যায়, সেটার নাম লিখতে হবে usb ফাইলটার শেষ শব্দটাতে।

No comments: